রাশিয়াকে ফের শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে একটি নতুন শান্তি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের (এনএসডিসি) সচিব রুস্তেম উমেরভ রাশিয়ার পক্ষকে আলোচনার জন্য নতুন করে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আলোচনা আরও গতি পেতে হবে। শান্তি নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়া দরকার। ইউক্রেন এ ধরনের বৈঠকের জন্য প্রস্তুত।’ খবর আনাদোলু এজেন্সির।

তিনি আরও জানান, যুদ্ধবন্দি ও নিহত সেনাদের মরদেহ বিনিময় সংক্রান্ত আলোচনাও চলমান রয়েছে এবং গত মাসে তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত আলোচনায় যেসব সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়নের প্রক্রিয়াও অব্যাহত আছে। ইউক্রেনের দল আরও একটি বন্দি বিনিময়ের পরিকল্পনায় কাজ করছে বলেও জানান জেলেনস্কি।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ ও অন্যান্য সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মস্কোর আলোচক দলের ঘনিষ্ঠ সূত্র এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগের দিন, শুক্রবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জেলেনস্কি বলেন, ইস্তানবুলে অনুষ্ঠিত দ্বিতীয় শান্তি আলোচনায় হওয়া চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একে ইতিবাচক বার্তা হিসেবে স্বাগত জানিয়েছেন এবং রাশিয়াও আলোচনার গতি বাড়াতে সম্মত বলে জানান।

উল্লেখ্য, তুরস্কের ইস্তানবুলে এখন পর্যন্ত দুই দফা রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকটি হয় গত ২ জুন। ওই বৈঠকে মানবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ কিছু সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *