
অনলাইন ডেস্ক, জনতারকথা।
দীর্ঘ ১১ বছর পর নওগাঁর পত্নীতলা উপজেলার অন্তর্গত নজিপুর পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল অনুষ্ঠিত এ সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মামুন হোসেন সভাপতি এবং বায়েজিদ রায়হান শাহীন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দুটি পদে প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আকিব জাবেদ মিজান ও আব্দুল্লাহ আল মাসুম।
সর্বশেষ ১১ বছর আগে ১৪ সালে নজিপুর পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর দলটি কোনো সম্মেলন করতে পারেনি। বিকেল ৫টার দিকে নজিপুর পাবলিক মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।
নজিপুর পৌর বিএনপি’র আহ্বায়ক ওয়াজেদ আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিউল আজম রানা, সদস্য মাসুদ হাসান তুহিন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দায় টিপু ও যুগ্ম আহ্বায়ক রউশন মিলি বক্তৃতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মো. মামুন বিন ইসলাম দোহাসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নওগাঁর ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ১৪টি ইউনিট নিয়ে গঠিত নওগাঁ জেলা বিএনপি।
নজিপুর পৌর বিএনপি’র কাউন্সিলের মধ্য দিয়ে ১৪টি ইউনিটের কাউন্সিল সম্পন্ন হলো।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।