উত্তরায় আহতদের চিকিৎসা সহায়তায় প্রস্তুত ছাত্রদলের মেডিকেল টিম

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনীয় রক্ত সংগ্রহ ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ওষুধ সরবরাহসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছাত্রদলের নিকটবর্তী ইউনিটসমূহের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসকল কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তার সঙ্গে জরুরি চিকিৎসাসেবায় সমন্বয়ের দায়িত্বে আছেন ডা. সাইফুল আলম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (মোবাইল: ০১৭১৭৬৭৫৭৬১); ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (মোবাইল: ০১৮৮৬২৬১৩৬১) ও ডা. এরফান হোসেন নিবিড়, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (মোবাইল: ০১৬৭৬৩১৯২২০)।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সংকটকালীন সময়ে সকলকে রক্ত সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনীয় সেবায় হতাহতদের পাশে থাকার জন্য মানবিক আহ্বান জানিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *