
স্পেশাল করেসপন্ডেন্ট।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনীয় রক্ত সংগ্রহ ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ওষুধ সরবরাহসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছাত্রদলের নিকটবর্তী ইউনিটসমূহের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসকল কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তার সঙ্গে জরুরি চিকিৎসাসেবায় সমন্বয়ের দায়িত্বে আছেন ডা. সাইফুল আলম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (মোবাইল: ০১৭১৭৬৭৫৭৬১); ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (মোবাইল: ০১৮৮৬২৬১৩৬১) ও ডা. এরফান হোসেন নিবিড়, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (মোবাইল: ০১৬৭৬৩১৯২২০)।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সংকটকালীন সময়ে সকলকে রক্ত সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনীয় সেবায় হতাহতদের পাশে থাকার জন্য মানবিক আহ্বান জানিয়েছেন।