বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট,রাজশাহী।

যৌথ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘ককটেল মুরাদকে’ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২১ জুলাই) র‌্যাব-

৫ এর রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন ভোররাতের দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় যৌথ অভিযানে ককটেল মুরাদকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তার মুরাদ রাজশাহী মহানগরীর নবাবজান শেকের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ অন্তত ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-৫ এর রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধ দমনে র‌্যাব কঠোর অবস্থানে থাকবে বলেও জানিয়েছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *