ঝিনাইদহে ৭ দফা দাবি আদায়ে টেক্সটাইল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট ,ঝিনাইদহ।

ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি সংশোধনসহ শিক্ষক সংকট নিরসন, ল্যাব মেশিনারিজ সংরক্ষণ ও পর্যাপ্ত ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পূর্ণাঙ্গ মার্কশিটসহ ফলাফল প্রকাশ, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও রিটেক ফি কমানো, দু’মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ, বাজেট বৃদ্ধি, সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন বাধ্যতামূলকসহ সাত দফা দাবিতে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেক্সটাইল শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

সে সময় ক্লাস বর্জন, প্রশাসনিক কার্যক্রম বন্ধ, বিক্ষোভ সমাবেশ করে তারা কমপ্লিট শাটডাউনে অংশ নেন। তখন ক্যাম্পাসের ছাত্রী হোস্টেল ইলা মিত্র, ছাত্র হোস্টেল বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও শের-ই বাংলা হলের বিক্ষোভকারীরা উপস্থিত ছিলেন।

এ আন্দোলনের নেতৃত্ব দেন – ফাইনাল ইয়ার চতুর্থ সেমিস্টারের মাহাফুজুল রিমন, আশিক খান, সিরাজুল ইসলাম, মাহামুদুল হাসান, দ্বিতীয় বর্ষের মাহামুদা তাবাচ্ছুম দোলনসহ ওয়েট প্রসেসিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ব্যাচের শিক্ষার্থীরা।

তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ দিন ধরে আমরা নানান সমস্যায় জর্জরিত। বুটেক্সকে বারবার জানানো সত্ত্বেও তাদের কোনো হস্তক্ষেপ নেই। এছাড়া আরও বলেন, আমাদের অভিজ্ঞ শিক্ষক সংকট রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট অপরিপক্ব। ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট পদ পাচ্ছে প্রফেসর। এ কারণে অনতি বিলম্বে আমাদের সাত দফা যৌক্তিক দাবি না মেনে নিলে আন্দোলন আরও কঠোর হবে।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ জুলাই থেকে দেশের আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে একযোগে সাত দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *