
নিউজ ডেস্ক, জনতারকথা, ঢাকা।
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (২১ জুলাই) মধ্যরাতে ফেসবুকে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। এডমিন।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের নেয়া হয় হাসপাতালে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
এ ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ নিয়ে পরীক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ঝড় উঠলে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানানো হয়।