
নিউজ ডেস্ক, জনতারকথা।
বাংলাদেশ ব্যাংকে তার কর্মীদের জন্য পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করেছে।
আজ সকালে এক বিবৃতিতে, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি এবং নীতিগত পর্যায়ের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
তিনি জানান, সামাজিক প্রেক্ষাপট ও পেশাদারিত্বের বিষয়টি বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ের এক বৈঠকে শালীন পোশাক পরার একটি প্রস্তাব উঠেছিল। তবে সেটি কেবল সংশ্লিষ্ট বিভাগের ভিতরে সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আরিফ হোসেন খান আরও বলেন, বিষয়টি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নজরে আসে। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এই বিষয়ে অসন্তোষ জানিয়ে গভর্নর সংশ্লিষ্ট পরামর্শটি সম্পূর্ণভাবে প্রত্যাহারের নির্দেশ দেন।