শহীদ মিনার প্রতিরোধ ও বিজয়ের অনুসঙ্গ: মাহফুজ আলম

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা।

 

শহীদ মিনার প্রতিরোধ ও বিজয়ের অনুসঙ্গ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২ আগস্ট) সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, আমাদের প্রায় সব আন্দোলনের সঙ্গেই শহীদ মিনার জড়িয়ে আছে। গত বছরে জুলাই অভ্যুত্থানেও আমরা এখানে আন্দোলন করি এবং বিজয়ের পরও আবার সবাই এখানে এসে জড়ো হয়ে উদযাপন করি। এই শহীদ মিনার আমাদের কাছে প্রতিরোধ ও বিজয়ের অনুসঙ্গ।

তিনি বলেন, গত একবছরে জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি তৈরি করা থেকে শুরু করে তথ্য সংগ্রহ বিশেষ করে করে বিটিভি, বেতার, পিআইবি অনেক কাজ করেছে। সব মিলিয়ে তথ্য মন্ত্রণালয়ের সব অধিদফতর জুলাই অভ্যুত্থান নিয়ে কাজ করেছ। সবাই গত এক বছরে এ নিয়ে অনেক কাজ করেছে। সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।

জুলাই ঘোষণাপত্র ঘোষণা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র ঘোষণা আগামী ৫ আগস্টের আগেও হতে পারে। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে বাংলাদেশ পরিবর্তিত হবে। সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।

তিনি আরও বলেন, এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কি না, তা আমরা এখনো জানি না। আমরা মনে করি, মূলত যেই যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেন্সাস আছে, ঐকমত্য আছে, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *