
আন্তর্জাতিক ডেস্ক।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষ ১২ থাই নাগরিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগেই বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ খবর জানিয়েছে বিবিসি।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সুরিন প্রদেশে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন আট বছর বয়সী শিশু।
উবন রাতচাথানি প্রদেশে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সিসাকেত প্রদেশে আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ১৫ বছর বয়সী কিশোর এবং একজন সেনা সদস্য রয়েছেন।
থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই সংঘর্ষে একজন সেনা সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তিনি আরও জানান, মোট ৩৫ জন ব্যক্তি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সূত্র: বিবিসি