কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ গেল মা ছেলের

Spread the love

আক্তারুল ইসলাম, কুষ্টিয়া।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মর্মান্তিক ঘটনায় মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। ২ আগস্ট বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন—স্থানীয় হাবিল সদ্দারের ছেলে বিপ্ল ব সরদার (৩৬) ও তার মা জোসনা খাতুন (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার তার পাওয়ার টিলার দিয়ে মাঠে চাষ করতে যান। চাষ শেষে বিকেলে বাড়ি ফেরার সময় তার নিজের বাড়ির পাশে থাকা মুরগির খামারের সামনে টিলারের গায়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের একটি তার জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও চিৎকার করতে থাকেন।

চিৎকার শুনে খামারের ভেতরে থাকা মা জোসনা খাতুন ছুটে এসে ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত ঘরে নিয়ে যান এবং স্থানীয় চিকিৎসককে খবর দেন। তবে চিকিৎসক তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একই পরিবারের দুইজন সদস্যের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, নিহত মা ও ছেলে নিজস্ব মুরগির খামারের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।

এ ঘটনায় এলাকাবাসী স্থানীয় বিদ্যুৎ বিভাগের তদারকি ও অব্যবস্থাপনার সমালোচনা করেন। তারা অবিলম্বে খামার ও গ্রামীণ এলাকায় বিদ্যুৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আর না ঘটে।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *