বাংলাদেশের আজিজ খান বিশ্বের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ

ঢাকা, ০৫ এপ্রিলবাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করায় সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবার বাদ পড়েছেন বিশ্বের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে। আগেরবারের তালিকায় বাংলাদেশের বিলিয়নিয়ার হিসেবে আজিজ খানের (. বিলিয়ন ডলার) নাম ছিল। সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব সমর্থন না করায় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুরের পেইন্ট প্রস্তুতকারী উদ্যোক্তা গোহ চেং লিয়াং (১৩ বিলিয়ন ডলার) এবারের তালিকায় রয়েছেন।

ওয়ার্ল্ডস বিলিয়নিয়ারস লিস্ট ২০২৫প্রকাশ করেছে ফোর্বস। বছর বিশ্বের ৭৮টি দেশ অঞ্চলে অন্তত একজন বিলিয়নিয়ার রয়েছেন। তালিকায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় প্রথম স্থান দখল করেছেন টেসলা এক্সের মালিক ইলন মাস্ক।

তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন।
মার্ক জাকারবার্গ ২১৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে আছেন জেফ বেজোস (২১৫ বিলিয়ন ডলার), চতুর্থ স্থানে ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট তাঁর পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)

উল্লেখ্য, ২০২৫ সালের তালিকায় ৫০ জনের মধ্যে ২৭ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

বছর তিনটি নতুন দেশ বিলিয়নিয়ার তালিকায় যুক্ত হয়েছেআলবেনিয়া, পেরু সৌদি আরব।
সৌদি আরবে ১৪ জন নতুন বিলিয়নিয়ার এসেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ, যাঁর সম্পদ ১৬. বিলিয়ন ডলার।

সূত্র:
আইএ/ ০৫ এপ্রিল ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *