ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড থেকে কাটা পড়লেন আন্দ্রে ওনানা

Spread the love

ইউরোপা লিগের ম্যাচে চরম বাজে পারফরম্যান্স করায় আন্দ্রে ওনানার ওপর যেন আস্থা হারিয়ে ফেললেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আসছে ম্যাচের স্কোয়াডেই ক‍্যামেরুনের গোলরক্ষককে রাখলেন না তিনি।

ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় গত বৃহস্পতিবার লিওঁর বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন ওনানা। ২-২ ড্রয়ে শেষ হওয়া কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইউনাইটেড দুটি গোলই হজম করে এই গোলকিপারের ভুলে।

‘রেড ডেভিলস’ নামে পরিচিত ক্লাবটির সাবেক ফুটবলার নেমানিয়া মাতিচ ম্যাচের আগের দিন ২৯ বছর বয়সী ওনানাকে ‘ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বাজে গোলরক্ষকদের একজন’ বলে মন্তব্য করেছিলেন।
ক্লাবের সূত্রমতে বিবিসি জানতে পেরেছে, ‘পুরোপুরি বিশ্রাম ও বাইরের সবকিছু থেকে বিচ্ছিন্ন’ থাকতেই ওনানাকে আসছে ম্যাচের স্কোয়াডে রাখেননি কোচ আমুরি।

বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৯টায় নিউক্যাসলের মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।

শীর্ষ চারে ফেরার আশায় আছে নিউক্যাসল; ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে এখন তারা আছে সাত নম্বরে। আর ৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই বিশ্রাম শুধু এক ম্যাচের জন্য, সূত্রের বরাতে এটাও একরকম নিশ্চিত হওয়া গেছে। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে লিওঁর বিপক্ষে ফিরতে লেগে ওনানা দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *