মোহাম্মদপুরে খাল উদ্ধারে ডিএনসিসি, ভাঙা হচ্ছে ভবন

Spread the love

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ঘোষণটা আগেই দেওয়া হয়েছিল। সে অনুযায়ী মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় (হাইক্কার খাল) গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে একাধিক ভবন ভেঙে ফেলা হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ফারজানা খানম ও সাহিদুল ইসলাম।

এর আগে, সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

এসময় তিনি বলেন, যারা খাল-বিল দখল করে স্থাপনা গড়ে তুলেছেন, তাদের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলের অফিস, মসজিদ বা বাড়ির নামে যে দখলই হোক না কেন-অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবাসীর কাছে এটা আমাদের কমিটমেন্ট।

প্রশাসক সতর্ক করে বলেন, যারা এখনও সরকারি জমি দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের দ্রুত সেই জায়গা ছেড়ে দিতে হবে। না হলে বিপদ হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি আমাদের ধারাবাহিক উচ্ছেদ প্রক্রিয়ার অংশ। আজকে এখানে দুটি ভবন ভাঙা হবে। ভবিষ্যতে ফুটপাত ও অন্যান্য জনসাধারণের জায়গা দখলমুক্ত করতেও অভিযান চলবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *