
আন্তর্জাতিক ডেস্ক:
সান ফ্রান্সিসকোর উপকূলের অদূরে অবস্থিত ঐতিহাসিক আলকাট্রাজ কেন্দ্রীয় কারাগার পুনরায় চালু করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় কুখ্যাত অপরাধীদের বন্দিশালায় পরিণত হওয়া এই কারাগারটি ৬০ বছরের বেশি সময় আগে বন্ধ হয়ে গিয়েছিল।
তবে ট্রাম্প বলছেন, এখন সময় এসেছে ‘সবচেয়ে সহিংস ও নির্মম অপরাধীদের’ আবার সেখানে পাঠানোর।
নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “দীর্ঘ সময় ধরেই আমেরিকা হিংস্র, সহিংস এবং সিরিয়াল (বারবার অপরাধ করা) অপরাধীদের- সমাজের আবর্জনা- দ্বারা আক্রান্ত হয়ে এসেছে, যারা কেবল দুর্ভোগ ও কষ্টই ছড়ায় এবং সমাজে কিছুই অবদান রাখতে পারে না।”
তিনি আরও বলেন, “আগে, যখন আমরা আরও দায়িত্বশীল জাতি ছিলাম, তখন সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের বন্দি করে সমাজ থেকে আলাদা করা হতো। আবারও এই সিরিয়াল অপরাধীদের আর সহ্য করা হবে না- যারা রাস্তায় নোংরামি, রক্তপাত ও নৈরাজ্য ছড়ায়।
এজন্যই আজ আমি ফেডারেল ব্যুরো অব প্রিজন্সকে, বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সমন্বয় করে আলকাট্রাজকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে চালু করার নির্দেশ দিচ্ছি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপ “আইন, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের প্রতীক” হিসেবে কাজ করবে।
আলকাট্রাজ দ্বীপটি মূলত ১৯ শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়। এখানে প্রথম স্থাপনার মধ্যে ছিল একটি বাতিঘর। ১৯৩৪ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত এটি একটি ফেডারেল কারাগার হিসেবে ব্যবহৃত হয়, যেখানে অ্যাল ক্যাপোন ও জর্জ ‘মেশিন গান’ কেলির মতো কুখ্যাত অপরাধীরা বন্দি ছিলেন।
ন্যাশনাল পার্ক সার্ভিস বর্তমানে দ্বীপটির দায়িত্বে রয়েছে। তাদের বলা হয়েছে, “এই প্রতিষ্ঠান এবং এর ভেতরে বন্দি মানুষগুলো আমাদের সেই সময়কার সমাজকে প্রতিফলিত করে।”
দ্বীপটি ‘দ্য রক’ নামেও পরিচিত, যা ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় অ্যাকশন ফিল্মের নাম হিসেবেও ব্যবহৃত হয়।
কারাগার কেন বন্ধ হয়েছিল?
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজন্স জানায়, ২৯ বছর পরিচালনার পর অতিরিক্ত ব্যয়ের কারণে ১৯৬৩ সালে আলকাট্রাজ বন্ধ করে দেওয়া হয়।
শুধু রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য অনুমান করা হয়েছিল ৩০ থেকে ৫০ লাখ ডলার প্রয়োজন। সেই সঙ্গে দৈনন্দিন পরিচালন খরচ ছিল অন্যান্য কেন্দ্রীয় কারাগারের তুলনায় প্রায় তিনগুণ বেশি।
ট্রাম্পের ঘোষণার পর ধারণা করা হচ্ছে, পুনরায় চালু হওয়া আলকাট্রাজ হবে প্রযুক্তিনির্ভর, অধিক নিরাপত্তাবেষ্টিত ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি কারাগার- যেখানে রাখা হবে কেবলমাত্র “সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের”।
এই ঘোষণা এমন এক সময় এল, যখন যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে এবং আইন-শৃঙ্খলা ইস্যুটি আবারো নির্বাচনী আলোচনায় স্থান পাচ্ছে।