খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৩

Spread the love

খুলনা প্রতিনিধি।

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে তাদেরকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর দেবাশীষ।

আটককৃতরা হলেন- গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিব।

এ বিষয়ে মেজর দেবাশীষ বলেন, গোপন সংবাদে জানা যায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অবস্থান করছে। এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে একটি রিভলবর, একটি ওয়ান শুটার গান, ১৭ বোতল বিদেশি মদ, দেড় কেজি গান পাউডার, কিছু দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল, ১০টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *