৪০ হাজার টাকায় বিক্রি পদ্মার একটি পাঙ্গাস!

Spread the love

রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রফিক হালদারের জালে মাছটি ধরা পড়ে।

বুধবার (৭ মে) জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা যায়, জেলে রফিক হালদার মাছটি বিক্রির জন্য যোগাযোগ করেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে। তিনি মাছটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় কিনে নেন। মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাহজাহান শেখের নিজস্ব মৎস্য আড়তে আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা। পদ্মায় এত বড় পাঙাশ ধরা পড়ায় এলাকায় বেশ চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।

সম্রাট শাহজাহান শেখ বলেন, বিশাল আকৃতির পাঙাশ মাছটি একদম টাটকা ছিল। ঢাকার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১০০ টাকা লাভে মোট ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ২০০ টাকা লাভ হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন প্রায়ই জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো পেয়ে খুশি হচ্ছে। তারা সেগুলো ভালো দামে বিক্রি করছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *