
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার সকালে এনায়েতপুর থানা সদরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কেজি মোড় প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সভায় পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. শাহরিয়ার ইমন এবং সঞ্চালনা করেন থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মজনু, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোনাউল্লাহ সরকার ও ইচ্ছা আহমেদ, খুকনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার সরকার এবং ছাত্রদল নেতা আবু তালেব।
বক্তারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকারপ্রধান পালিয়ে গেলেও তার অনুসারীরা এখনো রাজনৈতিক পরিস্থিতিকে অশান্ত করার পাঁয়তারা করছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা এনায়েতপুরে সন্ত্রাসী কার্যক্রম চালাতে তৎপর।
তারা আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে সরকার সমর্থিত চক্র নানাভাবে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করার এমন চেষ্টা রুখে দেওয়া হবে। যেখানেই সন্ত্রাসী কার্যকলাপ দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়।