এসএসসি পরীক্ষার এক কেন্দ্রের ১০ শিক্ষক গ্রেপ্তার

Spread the love

জনতারকথা ডেস্ক:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার উত্তর বলে দেওয়ার অভিযোগে একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাকালে শিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেওয়ার সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষকরা হলেন— আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন রাত ১০টার দিকে জানান, পরীক্ষা চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কেন্দ্রে পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি ১০ শিক্ষককে আটক করার নির্দেশ দেন।

ওসি আরও জানান, রাতেই কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শিক্ষকদের থানায় রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *