সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

Spread the love

জনতারকথা ডেস্ক:

সৌদি আরবের রিয়াদে কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে নুর মোহাম্মদ নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নুর মোহাম্মদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগারী গ্রামে। তিনি ওই এলাকার মমতাজ মন্ডলের ছেলে। নিহত নুর মোহাম্মদের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

নুর মোহাম্মদের পরিবারের সদস্যরা জানিয়েছে কয়েক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান নুর মোহাম্মদ। এরপর রিয়াদ শহরে সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। নুর মোহাম্মদ এর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া ও ওমান প্রবাস জীবন কাটিয়েছেন। সবশেষ শ্রমিকের কাজে সৌদি আরব যান তিনি। গত ৯ মে কাজ করতে গিয়ে ৩ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহন হন তিনি। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বালিজুড়ি ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন বলেন, সৌদিতে শ্রমিকের হিসেবে কাজ করতেন নুর মোহাম্মদ। গত ৯ মে কাজ করার সময় তিনি ৩ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সূত্র-ইত্তেফাক


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *