জরুরি নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা দূরপাল্লার বাস চলাচলে

Spread the love

নিউজ ডেস্ক

ঈদযাত্রায় দূরপাল্লার বাসে ডাকাতি-ছিনতাইসহ মহিলা যাত্রী হেনস্থা বন্ধে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে গতকাল শনিবার জরুরি নির্দেশনা দিয়ে বাস মালিক এবং সমিতিসহ জেলা শাখার অন্তর্ভুক্ত কোম্পানিদের চিঠি পাঠায় মালিক সমিতি। এর আগে এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালিক সমিতিকে গত ৮ এপ্রিল চিঠি দিয়ে নির্দেশনা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম সাক্ষরিত চিঠিতে বলা হয়, বেশ কিছুদিন যাবত দূরপাল্লা রুটের বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীগণ প্রায়ই ডাকাতি-ছিনতাইসহ মহিলা যাত্রীরা বিভিন্নভাবে লাঞ্চনা/হেনস্থার স্বীকার হচ্ছেন এবং ওভারস্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। উল্লেখিত ঘটনা সঠিকভাবে নির্ণয় ও তদন্ত করা এবং বন্ধ করার জন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিষয়টি বাধ্যতামূলক করে আমাদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, এমতাবস্থায়, আপনাদের সমিতি/জেলা শাখার অন্তর্ভুক্ত দূরপাল্লা রুটে চলাচলকারী প্রতিটি কোম্পানি ও সমিতির বাসে অনতিবিলম্বে আগামী সাত দিনের (১ জুন) মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য মালিকদের নির্দেশ প্রদান করিতে বলা হইল। এই নির্দেশনা যথাযথভাবে পালন না করলে স্ব-স্ব গাড়ির মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ক্যামেরা স্থাপন না করলে এবং গাড়ির স্পিড গভর্নর সীল করা না থাকলে প্রয়োজনে সেই সকল গাড়ি চলাচলে সিরিয়াল প্রদান বন্ধ রাখার জন্য বলা হলো।

এরআগে গত ২০ মে অন্য এক চিঠিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, সম্প্রতি দূরপাল্লা রুটে দুর্ঘটনার হার অনেকাংশে বেড়েছে । এমতাবস্থায়, দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে আপনাদের সমিতি/কোম্পানির স্ব-স্ব রুটের চালক, সুপারভাইজার ও হেলপাররা যাতে বিশেষ সতর্কতার সাথে ট্রাফিক নিয়ম-কানুন মেনে গাড়ি পরিচালনা করে, ওভার স্পিডে গাড়ি না চালায় এবং বেপরোয়াভাবে গাড়ি ওভারটেকিং না করে, এ ব্যাপারে জরুরি ভিত্তিতে গাড়ির স্টাফদের সাথে কাউন্সিলিং বা আলোচনা সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *