রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: ৪ আসামি রিমান্ডে

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর সবুজবাগে প্লাস্টিক ভাঙারি ব্যবসায়ী মো. জাকির হোসেনকে হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আজহার আলী, শুকুর আলী, মো. রাজিব ও স্বপন।

এদিন তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের উপ-পরিদর্শক মো. সামছুল আমিন। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে পুলিশ বাইগদিয়া এলাকার ঝোপের ভেতর থেকে বালু খুঁড়ে ভুক্তভোগী জাকিরের (৫৫) মরদেহ উদ্ধার করে।

জানা যায়, প্লাস্টিক ব্যবসায়ী জাকির হোসেন সপরিবার সবুজবাগ থানার বাইগদিয়া এলাকায় থাকতেন। গত ৪ জুন জাকির হোসেন নিখোঁজ হন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন জাকির নিখোঁজ রয়েছেন বলে তার স্ত্রী রেখা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর মধ্যে জাকিরের খোঁজ না পাওয়ায় তিনি ১০ জুন আজহার আলীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সবুজবাগ থানায় একটি অপহরণের মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, জাকির হোসেন বাড়ির পাশে আজহারসহ চার-পাঁচজনের সঙ্গে বিভিন্ন সময় আড্ডা দিতেন। ৪ জুন সকালে জাকির বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দিয়ে আর ফিরে আসেননি।

রাত পৌনে ১২টার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করলে জাকির বলেন, তিনি আজহারের বাসায় আছেন। তখন তার সঙ্গে আড়াই লাখ টাকা ছিল। পরে অনেক রাতে আবার আজহারের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *