খাগড়াছড়িতে জামায়াতের আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা

Spread the love

খাগড়াছড়ি, করেসপন্ডেন্ট

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৫ জুন) সকালে জেলা সদরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসায় আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক ছৈয়দ আব্দুল মোমেন দলীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী সংসদ নির্বাচনের জন্য জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে প্রার্থী ঘোষণা দেন।

অ্যাডভোকেট এয়াকু্ব আলী চৌধুরী বলেন, বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নির্মাণে যোগ্য নেতৃত্ব বের করে আনতে হবে। নির্বাচন যার অন্যতম মাধ্যম। তাই আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জনমত তৈরীতে গণমাধ্যম কর্মীদের সহযোগীতা আশা করা হয়।

এ সময় জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *