
নিউজ ডেস্ক
নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, যতটুকু কাজ বাকি রয়েছে, সেগুলো আমাদের সবাইকে নিয়ে শেষ করতে হবে। আজকের দিনে ইসির শপথ হবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন করার। কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার।
সিইসি বলেন, আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।
আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করার শপথ হবে জানিয়ে তিনি বলেন, যারা খেলে তারা খেলুক। খেলে তারা জিতলে জিতুক। আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করব।