চট্টগ্রামে একদিনে ৯ জনের করোনা শনাক্ত

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ১৫০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন মহানগরের এবং ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

রোববার (১৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নমুনা পরীক্ষা করা হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং পরীক্ষাগারে। এর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৪টি নমুনা পরীক্ষা করে ১ জন, এপিক হেলথ কেয়ারে ৪৯টি নমুনা থেকে ৪ জন, পার্কভিউ হাসপাতালে ৫৯টি নমুনা থেকে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, শনাক্তের হার তুলনামূলকভাবে কম থাকলেও জনসাধারণকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *