ইরানের সাথে আলোচনায় বসতে চায় ৩ দেশ

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় ইউরোপের তিন পরাশক্তি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য তৈরি আছে। আমরা চাই ইরান দ্রুত পারমাণবিক কর্মকাণ্ডের প্রসঙ্গে আলোচনায় বসুক। আশা করি তাঁরা এই প্রস্তাব গ্রহণ করবেন।’

রয়টার্স জানিয়েছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওমান সফর করছেন। রোববার সেখানেই ইসরায়েল ও ইরান সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জার্মানির সরকারি মাধ্যমের সাথে এ নিয়ে কথা বলেন জোহান ওয়াদেফুল।

তিনি জানান, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে জার্মানি। তিনি জানান, আগেও গঠনমূলক আলোচনায় বসার সুযোগ পায় তেহরান। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগায়নি। তবে এখনও আলোচনায় বসার সময় রয়েছে।

তিনি বলেন, ‘ইরান এবং ইসরায়েলের ওপর সব পক্ষের প্রভাব বিস্তার করতে হবে। একমাত্র তা হলেই এই সংঘর্ষ বন্ধ হবে।’

ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অভিযোগ বিধি নিষেধ ভেঙে পরমাণু কর্মসূচি চালাচ্ছে দেশটি। তবে ইরান বারবার ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তবে সে অভিযোগ আমলে না নিয়েই পরমাণু কর্মসূচি ধ্বংস করার জন্য দেশটিতে হামলা চালিয়েছে। গত শুক্রবার শুরু হওয়া ওই হামলা এখনও চলছে। ইরানও পাল্টা জবাব দিয়েছে হামলা করে।

এদিকে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ যুক্তরাজ্য, ফ্রান্সকেও হামলার হুমকি দিয়েছে ইরান। বিশেষ ইসরায়েলকে সাহায্য করা পশ্চিমাদেশগুলোর সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *