
সিলেট প্রতিনিধি।
ভারতের অভ্যন্তরে আত্মহত্যাকারী জাকারিয়া আহমদ নামের বাংলাদেশি যুবকের মরদেহ ঘটনার একদিন পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ১২৫৭/১-এস এর নিকট বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের নিকট জাকারিয়া আহমদের মৃতদেহটি হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক।
মারা যাওয়া জাকারিয়া আহমদ (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের লামাগ্রাম কামাল বস্তি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট ৪৮ বিজিবির অধীনস্থ উৎমা বিওপির প্রতিপক্ষ ২ ব্যাটালিয়ন ব্যাটালিয়ন বিএসএফ এর টোকা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৮/২০-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে জাকারিয়া গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মরদেহ ফেরত আনার ব্যাপারে বিজিবি কর্তৃক বিএসএফ এর সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়।
বিজিবি আরও জানায়- ঘটনাস্থলটি দূর্গম এলাকা ও পিনারসালা থানা হওয়ায় মরদেহ হস্তান্তর করতে বিলম্ব হয় বলে বিএসএফ জানিয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
তবে স্থানীয় সূত্র থেকে প্রাথমিক তথ্যানুযায়ী, জাকারিয়া আহমেদ পারিবারিক সমস্যাজনিত কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।