নওগাঁয় এনসিপির ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি ঘোষণা

Spread the love

নওগাঁ প্রতিনিধি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁ জেলা সমন্বয় কমিটির ৩১ সদস্যের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মনিরা শারমি। এছাড়া যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার তারিকুল ইসলাম দীপু, মো. রাফি রেজওয়ান এবং কাজী লুলুল মাখমিন শিল্পীকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দেওয়ান মাহবুব আল হাসান (সোহাগ), ইমরুল আখিয়ার পরাগ, মো. তৌফিকুল ইসলাম তপু, মো. মঞ্জুরুল হাসান রনি, মো. আমিনুল হক, ওমর ফারুক আরফিন, আসাদুজ্জামান, আমিনুল ইসলাম লিপু, রিচার্ড নিকোলাস বাড়ৈ, মো. খায়রুজ্জামান প্রভাত, মো. সাব্বির আহম্মেদ, সুজন কুমার, মাসুমা বেগম, মোছা. জেসমিন সুলতানা, মোহসিনা আকতার, মো. শাহরিয়ার জামান (সম্পদ), মো. ওয়াশিম রশিদ, মো. রাকিব হোসেন শুভ, মো. আব্দুল হামিদ, জান্নাতারা রুমী, আহমেদ আলী, মো. ইমরুল কায়েস আল সাবা, গোলাম রাব্বানী, মো. গোলাম মোস্তফা, মো. আব্দুস সামাদ, মো. মোক্তার হোসেন, মো. শাজাহান আলী, মো. আব্দুর রহমান, মো. নূর আলম, ইসমাইল হোসেন এবং মো. বদরুজ্জামান বিশাল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই জেলা সমন্বয় কমিটি আগামী তিন মাস বা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলা পর্যায়ে এনসিপির সব কার্যক্রম পরিচালনা করবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *