ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে চার সংগঠনের প্রতিবাদ

Spread the love

স্টাফ রিপোর্টার, ঢাকা।

দখলদার রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরানে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি চারটি সংগঠন।

শুক্রবার (২০ জুন) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এ কর্মসূচী পালন করেন।

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করা সংগঠনগুলো হলো- জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস ও ইসলামী ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ।

একই ইস্যুতে বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদ জানানো। একইসাথে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ইরানের উপর হামলাকে “ইসলামী ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ” হিসেবে আখ্যায়িত করে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়।

বিক্ষোভ শেষে একাধিক সংগঠন পল্টন মোড় পর্যন্ত মিছিল করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *