ময়মনসিংহের ভালুকায় কঙ্কালসহ একজন আটক

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহ জেলার ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় যৌথ বাহিনীর তল্লাশিতে মানুষের কঙ্কালসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. মাসুদ রানা (২২)।

সেনাবাহিনীর সূত্র জানায়, শুক্রবার সকালে তিনটি স্কুলব্যাগ ভর্তি কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে মাসুদ ও তার এক সহযোগী ঢাকা যাচ্ছিল। মেহেরাবাড়ী এলাকায় বাসের জন্য অপেক্ষা করার সময় যৌথ বাহিনীর চেকপোস্টে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য থামানো হয়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় মাসুদকে আটক করা হয়, তবে তার সহযোগী পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনটি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। এরপর ভালুকা মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।

ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) যৌথভাবে মেহেরাবাড়ী এলাকায় তল্লাশি চালায়। এ সময় মানুষের কঙ্কালসহ মাসুদকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত মো. মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের ইউসুফ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মানুষের কঙ্কাল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করত এবং একটি কঙ্কাল চোর চক্রের সদস্য।

স্থানীয়রা জানান, সম্প্রতি হবিরবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। প্রায় এক মাস আগে হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা এলাকার একটি গোরস্থান থেকে এক রাতেই পাঁচটি কঙ্কাল চুরি হয়। ধারণা করা হচ্ছে, আটককৃত মাসুদ রানা ওই চক্রের সঙ্গে জড়িত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *