আমার চার-পাঁচবার নোবেল পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার চার-পাঁচবার নোবেল পুরস্কার পাওয়া উচিত। কিন্তু ওরা (নোবেল কমিটি) আমাকে দেবে না।’

ট্রাম্প বারবার দাবি করছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন। তার দাবি, এছাড়া আফ্রিকা, কসোভোসহ বিভিন্ন ইস্যুতে তিনি এমন সব উদ্যোগ নিয়েছেন যার জন্য তাকে নোবেল দেওয়া উচিত।

এনডিটিভি তথ্য মতে, এরই মধ্যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালে শান্তিতে নোবেল দেওয়ার জন্য ট্রাম্পের নাম সুপারিশ করেছে। দেশটির দাবি, ভারত-পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ থামিয়েছেন কেবল ট্রাম্প।

এদিকে নোবেল নিয়ে গণমাধ্যমেও কথা বলেছেন ট্রাম্প। লিখেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ট্রাম্প বলেন, ‘রুয়ান্ডার জন্য আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। আপনি যদি কঙ্গোর দিকে দেখেন, কিংবা সার্বিয়া, কসোভা নিয়ে, অনেক কিছু বলার মতো আছে।’

ট্রাম্প আরও বলেন, ‘সবচেয়ে বড় (শান্তি প্রতিষ্ঠার) কাজটা হয়েছে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে। আমার এটা (নোবেল শান্তি পুরস্কার) চার-পাঁচ বার পাওয়া উচিত।’

তবে নোবেল কমিটি নিয়ে হতাশাও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ওরা নোবেল কমিটি আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না। কারণ এটা কেবল লিবারেলদের দেওয়া হয়।’

উল্লেখ্য, ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *