শিগগিরই ইরানের সাথে বসতে চায় আণবিক সংস্থা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

শিগগিরই ইরানের সাথে সাক্ষাৎ ও কাজ করতে চায় জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। ইরান পরিস্থিতিকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।

সংস্থার প্রধান রাফায়েল গ্রসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে চিঠি দিয়েছেন। বিবিসি এ তথ্য দিয়েছে। ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

রাফায়েল গ্রসি বলেছেন, ‘ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে সমস্যা সমাধানের জন্য একটি সফল কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে আইএইএ এর সাথে সহযোগিতা পুনরায় শুরু করাটাই গুরুত্বপূর্ণ।’ তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করা ও শিগগিরই সাক্ষাতের ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন।

সংস্থার পরিদর্শকরা পুরো সংঘাতের সময় জুড়ে ইরানে ছিলেন এবং তারা আবারও কাজ শুরু করতে প্রস্তুত বলে সংস্থাটি জানিয়েছে।

গ্রসি বলেন, ‘এসব হামলার সময়ে কয়েকটি পরমানু স্থাপনায় ব্যাপক ক্ষতি আমরা দেখেছি। এর মধ্যে ইউরেনিয়াম রূপান্তর ও সমৃদ্ধকরণ স্থাপনাও রয়েছে।’

ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে স্থানীয়ভাবে কিছু তেজস্ক্রিয়তা ও রাসায়নিক নির্গমন তারা দেখতে পেয়েছেন বলে জানান তিনি। তবে তিনি জানান, স্থাপনার বাইরের অংশে বিকিরণের মাত্রা বৃদ্ধির কোনো রিপোর্ট তারা পাননি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *