সোনামসজিদ স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি

Spread the love

চাঁপাইনবাবগঞ্জ করেসপন্ডেন্ট ।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রফতানি বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে।

রোববার (২৯ জুন) দুপুর পর্যন্ত ভারত থেকে কোনো আমদানি পণ্য আসেনি, যায়নি কোনো রপ্তানি পণ্য।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এ জন্য শুল্ক আদায়ের যাবতীয় কার্যক্রম বন্ধ আছে সোনামসজিদ স্থলবন্দরে।

কাস্টমস কর্মকর্তারা আরও জানান, কর্মসূচির কারণে বন্দরে অন্তত রফতানি পণ্যবাহী ৬টি ট্রাক আটকা পড়েছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম জানান, রোববার সারাদিন শাটডাউন কর্মসূচি পালন করা হবে। সন্ধ্যা নাগাদ কেন্দ্র থেকে নতুন কর্মসূচি আসতে পারে। সে অনুযায়ী পরবর্তী কর্মসূচিও পালন করা হবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে আমদানি রফতানি একবারেই বন্ধ হয়ে গেছে। ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশ ট্রাক আটকা পড়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *