এনবিআরের চাকরিকে ‘অত্যাবশ্যক সেবা’ ঘোষণা

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা।

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চাকরিকে ‘অত্যাবশ্যক সেবা’ ঘোষণা করেছ সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (৩০ জুন) এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক। সেহেতু Essential Services (Second) Ordinance, 1958 (Ordinance No. XLI of 1958) এর section 3 এর sub-section (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হলো।

উল্লেখ্য, আন্দোলন প্রত্যাহারের পর গতকাল সোমবার সকালে কাজে যোগ দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিভক্ত করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ ঘোষণা করা হয়।

এনবিআরের কর্মকর্তারা দুটি বিভাগ করা নিয়ে তেমন আপত্তি না করলেও তারা মূলত ওই দুই বিভাগে পদায়নের ক্ষেত্রে রাজস্ব খাতের কর্মকর্তাদের অগ্রাধিকার দাবী করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *