ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Spread the love

ফেনী, করেসপন্ডেন্ট।

ঢাকা-চট্টগ্রামে মহাসড়কের ফেনীর দেবিপুর রাস্তারমাথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম সজীব (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা সফিকুর রহমানের ছেলে। তিনি ঢালুয়া হোমনাবাদ আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তেন।

পুলিশ জানায়, সজীব বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে মোটরসাইকেলযোগে ফেনী শহরে আসেন। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে দেবিপুর রাস্তার মাথায় মোটরসাইকেলের চাকা পিছলে তিনি রাস্তায় পড়ে যান। তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই আবুল কাশেম বলেন, শপিংয়ের জন্য নাঙ্গলকোট থেকে সাত বন্ধু তিনটি মোটরসাইকেলে ফেনীতে আসে। ফেরার পথে দুর্ঘটনায় সজীব মারা যায়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *