চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, জনতারকথা, কক্সবাজার।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বাস যাত্রীদের বরাত দিয়ে মুঠোফোনে জানান, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা-পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজের বর্ণনা দিতে গিয়ে ওসি আরিফুল আমিন বলেন, রাত আড়াইটার দিকে যখন বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হচ্ছিলো তখনই এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়। আরেক যাত্রীর মরদেহ ছিলো বাসটির নিচে চাপা পড়া অবস্থায়।

বাসটিতে চালক-সহকারীসহ ৪০ জন যাত্রী থাকার কথা জানিয়েছেন আরেক যাত্রী রাসেল। তিনি বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছিল। তাই বাসের ধীরগতির কারণে যাত্রীদের সঙ্গে চালকের কথা-কাটাকাটিও হয়। তবে চুনতি পার হওয়ার পর হঠাৎ চালক গতি বাড়ালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *