গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

Spread the love

গাইবান্ধা, করেসপন্ডেন্ট।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও প্রযুক্তি সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুর ১২ টার দিকে বিষয়টি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম।

এরআগে শুক্রবার দিনগত রাতে পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটককৃত চারজন হলেন– আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে যৌথবাহিনী একটি টিম রাতভর অভিযান চালায় ওই এলাকায়। এসময় হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পেছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়, কিছু ইয়াবা ট্যাবলেট, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি নকল পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। এসব সামগ্রী সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল বলে প্রাথমিক ধারণার কথা জানায় যৌথবাহিনী।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম বলেন, আটক চারজনের বিরুদ্ধে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। আমাদের অনুসন্ধান চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *