
স্টাফ করেসপন্ডেন্ট।
পবিত্র আশুরা উপলক্ষ্যে কারবালার নির্মম ইতিহাসকে স্মরণ করে শিয়া মুসলিম সম্প্রদায়ের চারশত বছরের ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ।
শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে হোসেনি দালান পরিদর্শন করেন তারা।
এ সময় শিয়া মুসলিম সম্প্রদায়ের অন্যতম নেতা ফিরোজ সাহেবের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোবাইল ফোনে শুভেচ্ছা ও সালাম বিনিময় করেন।