
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।
রাজধানীর লালবাগ থানার শহীদ নগর এলাকায় জোরপূর্বক চাঁদা আদায় ও সরকারি জমি দখলের অভিযোগে ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চান মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টার দিকে আজিমপুর সেনা ক্যাম্পের একটি বিশেষ অভিযানে শহীদ নগরের ৩ নম্বর গলি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযুক্ত চান মিয়া দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের ঘোড়া পট্টি এলাকায় সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ স্থাপন করেন। এছাড়াও তিনি স্থানীয় সাধারণ মানুষদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চান মিয়া এলাকায় আধিপত্য বিস্তার করে নিয়মিত চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন তিনি।
লালবাগ থানা পুলিশ জানিয়েছে, আটক চান মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক চাঁদা আদায়সহ একাধিক অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।