বন্যা উপদ্রুত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচল রাখার সিদ্ধান্ত সরকারের

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট।

বন্যা উপদ্রুত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচল রাখার জন্য ডিজেল জেনারেটর মবিলাইজেশনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শুক্রবার (১১ জুলাই) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পোস্টে তিনি জানান, বন্যা পরিস্থিতির অবনতির সাথে সাথে আমরা ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা উপদ্রুত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচল রাখার জন্য ডিজেল জেনারেটর মবিলাইজেশনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, সরকার এসওএফ ফান্ড থেকে দুর্যোগকালীন ফুয়েল খরচের একাংশ বহন করবে বলে সার্ভিস প্রভাইডারদের আশ্বাস দিয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এসওএফ (SOF) টেলিযোগাযোগ সেবা প্রদানকারীদের জমানো টাকা, মূলত সরকারের অর্থ নয়। এটা দিয়ে দূর্গত অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ ও সচল রাখার জন্য বরাদ্দ দেওয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *