পরিবেশ ধ্বংস মানেই মানুষের জীবন হুমকির মুখে পড়া: অ্যাটর্নি জেনারেল

Spread the love

অনলাইন ডেস্ক, জনতারকথা।

পরিবেশ বিপর্যয়ের পরিণতি শুধু প্রকৃতির ওপর নয়, সরাসরি মানুষের জীবন ও মৃত্যুর ওপরও পড়ে—এমনই সতর্কবার্তা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পরিবেশের অধিকার এখন মানুষের জীবনাধিকারের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ ধ্বংস মানেই মানুষের জীবন হুমকির মুখে পড়া।

তিনি আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ. কে. খান আইন অনুষদ মিলনায়তনে আয়োজিত ‘ন্যাশনাল ল অলিম্পিয়াড ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, যখন দেখি আমাদের আশপাশের কারো স্বজনের শ্বাসকষ্ট হচ্ছে, পলিথিনের কারণে নদী বিপন্ন হচ্ছে ও তার নাব্যতা হারাচ্ছে, কালো ধোঁয়ার কারণে আমার দেশের জনগণ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, মৃত্যুর মুখে ঢলে পড়ছে—তখনই আমরা উপলব্ধি করতে পারি, পরিবেশ আমাদের দেশের জন্য কত বড় গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে।

দুই দিনব্যাপী আয়োজিত র‌্যাংকন প্রেজেন্টস এসসিএলএস ‘ন্যাশনাল ল অলিম্পিয়াড ২০২৫’-এর প্রথম দিনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার’। দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক এই প্রতিযোগিতায় ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি টিম অংশগ্রহণ করেন। ৫টি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। ধাপগুলো হলো–পিক্টোরিয়াল প্লী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম অ্যাসেম্বলি রাউন্ড ও সিম্পোজিয়াম রাউন্ড।

প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মেট্রোপলিটন সেশন জাজ মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রাম মিস ফেরদৌস আরা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এহসানুল করিম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. রাকিবা নবী, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *