
অনলাইন ডেস্ক, জনতারকথা।
সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই ২৩০ মেগাওয়াট পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই চালু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, হ্রদে পর্যাপ্ত পানি থাকায় গত বুধবার (৯ জুলাই) রাত ৮টা থেকে কেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু করা সম্ভব হয়েছে। বুধবার এই পাঁচটি ইউনিট থেকে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ১নং ও ২নং ইউনিট থেকে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে।
প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারও (১০ জুলাই) এই প্রকল্পের পাঁচটি ইউনিট পুরোদমে চালু ছিল এবং ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, কয়েকদিন ধরে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ৯৬ দশমিক ৪১ ফুট। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদের পানি ৮৫ দশমিক ২৮ ফুট থাকার কথা ছিল। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট।