মিটফোর্ডের ঘটনায় দল থেকে ‘কালুকে’ আজীবন বহিষ্কার

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা।

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক মো. ওসমান গনির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *