
নিউজ ডেস্ক, জনতারকথা।
আগামী ২১ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও শহীদ পেশাজীবী পরিবারের সম্মাননা অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
রোববার (১৩ জুলাই) রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কাদের গনি চৌধুরী।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সৈয়দ আলমগীর এবিএ, সৈয়দ আবদাল আহমেদ, প্রফেসর শামসুল আলম সেলিম, জাকির হোসেন, রফিকুল ইসলাম, সাংবাদিক খুরশীদ আলম, আমিরুল ইসলাম কাগজী, রাশেদুল হক, ডা. রফিকুল ইসলাম লাবু, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার তানভীরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার হানিফ, বিপ্লবুজ্জামান বিপ্লব, হাফিজুর রহমান, কামরুজ্জামান কল্লোল, তানভীরুল আলম, আমিনুল বারি কানন প্রমুখ।