গোপালগঞ্জে আটক কত, জানালো পুলিশ

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর সন্ত্রাসী হামমলার ঘটনায় আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তার থানায় মোট ১৪ জন আটক আছেন। বুধবার দিনগত রাত তিনটার দিকে যৌথ বাহিনী তাদের থানায় হস্তান্তর করে। আপাতত শহরের পরিবেশ শান্ত আছে।

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আতঙ্ক-উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ সকালে গোপালগঞ্জ শহরে ছিল থমথমে পরিবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক–বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের ওপর থেকে ইট, বাঁশ ও কাঠের টুকরা সরাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *