২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ৩০ জন ছিলেন একটি জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে, যাদের বেশিরভাগই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান।সেখানে ভিড়ের মধ্যে টিয়ার গ্যাস ছুড়লে এই পদদলনের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা জিএইচএফ আবারও তাদের বিতরণ কেন্দ্রে নিরস্ত্র বেসামরিকদের মৃত্যুর জন্য দায় অস্বীকার করেছে। সংস্থাটি দাবি করেছে, ত্রাণ বিতরণ কেন্দ্রে সশস্ত্র গোষ্ঠীগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।

এছাড়া গাজার মধ্যাঞ্চলীয় স্কুলে ইসরায়েলের সেনাবাহিনীর বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন। অপরদিকে গাজা সিটিতে তিনজন নিহত হন। গাজা উপত্যকায় ইসরায়েল সেনাবাহিনীর বোমা হামলা রাতভর অব্যাহত থাকায় কয়েক ঘণ্টায় এই দুটি মারাত্মক হামলার খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৮,৫৭৩ জন নিহত এবং ১,৩৯,৬০৭ জন আহত হয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *