
অনলাইন ডেস্ক, জনতারকথা।
রাজনৈতিক কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্ববান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ এনে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সালাহউদ্দিন বলেন, যারা নতুন রাজনৈতিক দল করেছেন, তারা আবেগতাড়িত হয়ে কর্মসূচি দিচ্ছেন। এতে করে মানুষ দেখলো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর হামলা করা হলো। তবে আমরা এনসিপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের আরও সতর্ক হতে হবে।
এসময় তিনি বলেন, কর্মসূচির যে ধরন দেখছি, তাতে দেখছি নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা চলছে।
জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে ডেমোক্রেসির জন্য, কিন্তু সারাদেশে চলছে মবোক্রেসির রাজত্ব। সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি হলে পতিত ফ্যাসিবাদ আবারো সুযোগ পাবে। জাতীয় ঐক্যের জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বহুমত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে এক থাকতে হবে।
নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরিতে সরকারকে বিএনপি সহায়তা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সবসময় এই সরকারকে সহযোগিতা করেছে। কিন্তু বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে। কারা এই অপচেষ্টা চালাচ্ছে, কারা ফ্যাসিবাদের পুনর্বাসন চায়, গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করতে চায়, প্রশ্ন তোলেন সালাহউদ্দিন।