
চুয়াডাঙ্গা, করেসপন্ডেন্ট।
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
৫ আগস্ট ভোর ছয়টায় পৌর এলাকার কলোনী পাড়ায় ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মঞ্জু হোসেনের বাড়ি থেকে পাঁচটি রামদা, একটি চাপাতি, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ার মৃত বাবর আলীর ছেলে মঞ্জু হোসেন (৫২) ও সেলিম হোসেনের ছেলে মো. রাতুল (২২)।
অভিযান সম্পর্কে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত ও আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী থানায় দুজনকে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।