ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ

Spread the love

অনলাইন ডেস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় আদালতের এই পদক্ষেপ।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কারণে গতকাল সোমবার (৪ আগস্ট) এই আদেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত এই ডানপন্থী নেতার সঙ্গে আদালতের উত্তেজনা আরও বাড়ল।

সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারোর বিচার চলছে। গত মাসে তার গতিবিধি নজরদারিতে রাখতে তাকে পায়ে ইলেকট্রিক কড়া পরানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে গত রোববার রিও ডি জেনিরোতে তার প্রতি সংহতি জানিয়ে আয়োজিত একটি সমাবেশে তার মিত্ররা ফোনে সরাসরি কথোপকথন সম্প্রচার করে আদালতের আদেশ অমান্য করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, বিচার বিভাগ একজন আসামিকে তার ‘রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার’ কারণে এই বিভাগকে বোকা ভাবার সুযোগ দেবে না।

আদালতের বিধিনিষেধ বারবার অমান্য করায় বলসোনারোকে রাজধানী ব্রাসিলিয়ায় তার বাড়িতে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। তিনি আরও জানিয়েছেন, বলসোনারো তার আইনজীবী ছাড়া অন্য কারও সঙ্গে দেখা করতে পারবেন না এবং মুঠোফোন ব্যবহার করতে পারবেন না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের এই বিচার প্রক্রিয়াকে ‘বিরোধী দমন’ আখ্যা দিয়ে দেশটির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন এবং বিচারক মোরায়েসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *