জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো এনসিপি

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, জনতারকথা।

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন।’

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, এই জুলাই ঘোষণাপত্রে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছে। এছাড়া অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *