আনিসুল ইসলাম মাহমুদ জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান!

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট, জনতারকথা।

জিএম কাদেরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেছেন একাংশের নেতারা। জাতীয় পার্টি প্রেসিডিয়াম ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) গুলশানস-২ এর ৪৪ নং রোডের ১২১ নং বাড়ির হল রুমে অনুষ্ঠিত হয় সভাটি। সম্প্রতি আনিসুল ইসলাম মাহমুদসহ পার্টির মহাসচিব ও আরও শীর্ষ কয়েকজন নেতাকে বহিষ্কার করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তারপর থেকেই নানা বৈঠক করে নিজেদের অবস্থান জানান দিচ্ছিলেন।

ঢাকার ১ম যুগ্নু জেলা জজ আদালত পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া কথা জানিয়েছেন কাদের বিরোধী ওই গ্রুপটি।

সভায় এডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশিদ,নরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহ ইয়া চৌধুরীসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে জি এম কাদের যাদেরকে বহিষ্কার করেছিলেন,তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব—স্ব পদে পুর্নবহাল করা হয়।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বহিষ্কৃত কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব এডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ,নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ), লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান। এছাড়া দেশ বিদেশে অবস্থানরত ফখরুল ইমাম, লেঃ জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল,আমিনুল ইসলাম ঝন্টু ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন এবং প্রদান করেন। প্রেসিডিয়াম সভায় দেশের চলমান রাজনীতি এবং আগামী দিনে জাতীয় পার্টির করণীয় এবং সাংগঠনিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা ৬ আগস্ট বিকেল চারটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *