নেত্রকোনায় দুর্বৃত্তদের হামলায় রেল কর্মচারী মৃত্যু

Spread the love

নেত্রকোনা, করেসপন্ডেন্ট।

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে আহত মো. কাকন আহমেদ (২৮) নামের এক রেল কর্মচারীর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

৬ আগস্ট বুধবার বেলা বারোটা এই তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।

এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় কাকন আহমেদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাকন আহমেদ উপজেলার দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। সে বাংলাদেশ রেলওয়ের গৌরীপুর জংশনে পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক একটার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরার পথে বাজারসংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *